Hoyni Alap Lyrics | হয়নি আলাপ | Debdeep

Hoyni Alap Lyrics | হয়নি আলাপ |  Debdeep

Hoyni Alap Lyrics

এখন আমার হঠাৎ করে পড়ল মনে
একবার হারিয়ে গেছি তেঁতুল বনে
গোলাপি কাঠের ছুরি, চাঁদের মালা
তখনও তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথে হয়নি আলাপ
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথে হয়নি আলাপ
তখন ওই মেলাচ্ছি তাল তার-লালা লা
আলালা লা লা লালা ..

তখন ওই ছোবল খেতে দারুন লাগে
মন আমার মন খারাপেই দারুন মানায়
রেলিং এ মুখ ঝুঁকিয়ে তারার মতো
আমিও পড়ছি খসে শুকনো ডাঙায়
তখন আমি ঠিক এতটা হয়নি বুড়ো
দুচোখে ঘুরছি নিয়ে কাঁচের গুঁড়ো
তখন ওই নতুন নতুন শিখছি শালা
আলালা লা লা লা লালা..

ছিল বটে একখানা ওই বাক্স টিনের
তাতে সব বোঝাই করা জহর মানিক
এইতো সেদিন প্রথম গানের স্কুলে
তোমার ওই রং টা গায়ের থোরাই জানি।

কাগজের নৌকা বানায়, নিজেয় ডুবি
ভাবছি প্রথম চিঠি লিখবো কাকে
বেঁধে চোখ শব্দবাজি হাতেই ফাটাই
তুমি আর কোথায় পেলে সেই আমাকে।

তখন আমি আলোর থেকেও ছুটছি জোড়ে
আঁকি গোল চৌকো আঁকি এক আঁচড়ে
যখন আর পোষাচ্ছে না এ এক চালা
আলালা লা লা লা লালা ..

তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথেও হয়নি আলাপ
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথে হয়নি আলাপ
তখন ওই মেলাচ্ছি তাল তারলালা লা
তখন আমি চোখ মারলেই ভাঙছে তালা
তখন আর পোষাচ্ছে না এ এক চালা
দেখি আমি থাকছি বসে খামখেয়ালা।

Meaning of Hoyni Alap Lyrics

Hoyni alap lyrics is a Bengali song that expresses the sudden surge of memories that flood the mind. The singer reminisces about a time when they got lost in the tangled vines of a tetoil forest, where the only company was a rosewood knife and a moonlit garland. During that time, they had not conversed with the person they had in mind. They were also unable to understand the music of the "melacchhi" drum, and they were learning new things.

The singer recalls a box made of tin, which contained everything, including deadly poison and precious gems. They remember the day they learned the first song in school, and how the color of their voice reminded them of the color of the "thorai" fish. They had built a paper boat and floated it themselves, wondering who they would write their first letter to and holding back tears.

Hoyni alap lyrics then reflects on how the singer is still lost in thought, sketching squares and circles, even when there is no longer a breeze in the air. The singer laments that even then, there was no dialogue between them, and the rhythm of the "melacchhi" drum continues to elude them. The singer then realizes that they have broken a string while playing the sitar and are still lost in thought, gazing at the ceiling, wondering what could have been.

About the Author of the song

Hoyni Alap Song has been sung, composed & written by Debdeep Mukherjee. Debdeep Mukherjee is an Indian lyricist, music director and singer who primarily works in the Bengali film industry. The lead guitarist of Silajit Live line up, Debdeep has already made his debut as a singer songwriter in Kolkata.

Debdeep shot to fame when he released his singles `Hoyeni Alap` in 2018. His song "Hoyni Alap" went viral overnight over YouTube and now he's one the leading solo performers of Kolkata.

Even after hitting 1,00,000 views in eight days, the number of views of his video is still rising. On Sunday afternoon, 20 days after the song was uploaded on YouTube, the video reached 2,74,000 views.

Alternative, soft rock and ambient music are the genres he tries to experiment with. He made his debut as a music director in Rawkto Rawhoshyo (2020), a Bengali emotional thriller starring Koel Mallick & directed by Soukarya Ghosal.

Song: Hoyni Alap Lyrics
Singer: Debdeep
Chorus: Amrita, Mouli, Rajoshi, Sulagna
Musician: Rudra, Sunny, Suman, Sibashis
Live Recording Engineer: Abhijit (Tenny) Roy
Sound mixing and mastering Engineer: Abhijit (Tenny) Roy, Studio Junk n Genius Camera: Anubhav, Arjun, David, Partha, Subham, Swagata
Video Editing: Upal
Sound: Sajal and team