Tomay Hrid Majhare Rakhbo Lyrics (তোমায় হৃদ মাঝারে রাখবো) | Folk Song

Tomay Hrid Majhare Rakhbo Lyrics (তোমায় হৃদ মাঝারে রাখবো) | Folk Song

Tomay Hrid Majhare Rakhbo Lyrics

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না,
ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাবো না না না, ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

ভূবনো মোহনো গোরা
কোন মণিজনার মনোহরা,
ভূবনো মোহনো গোরা
কোন মণিজনার মনোহরা,
ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা,
ধূলায় যাই ভাই গড়াগড়ি।

যেতে চাইলে যেতে দেবো না না না না
যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না।
তোমায় হৃদয় মাঝে,
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

যাবো ব্রজের কুলে কুলে,
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধূলি,
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধূলি,
ওরে পাগল মন ..
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধূলি,
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে,
চলে গেলে,
চলে গেলে যেতে দেবো না না না,
যেতে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে,
যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে,
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
চরন ছেড়ে দেবো না না না ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে,
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাব না না না আর পাব না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

Meaning of Tomay Hrid Majhare Rakhbo Lyrics

Tomay hrid majhare rakhbo chere debo na, Tomay hrid majhare rakhibo chere debo na are the opening two lyrics of the song, which express the singer's promise to keep their lover in their heart and never let them go. The phrases' recurrence highlights the singer's resolve to keep their love close at hand. The following two lines, "Ore chere dile sonar gour ar pabo na, Khepa chere dile sonar gour ar pabo na," convey the concept that the singer would lose their happiness and delight if they let go of their lover, which is represented by the "sonar gour" or golden calf.

The lyrics "Bhubono mohono gora, Kon moni jonar mono hora, Ore radhar preme matowara, Chand gour amar radhar preme matowara" arouse feelings of yearning and longing for the cherished one. The performer compares their significant other to a priceless jewel who is the focus of their universe. The phrases also allude to Radha's love, a figure in Hindu mythology who is a representation of heavenly love. The subsequent words, "Dhulay jay bhai gora-gori, Jete chaile jete debo na," imply that separation is inevitable and that it is painful. The lyrics emphasize the transience of human existence by describing how dust will cover the white clothing of the leaving sweetheart.

The song's last words, "Jabo brojer kule kule, Amra makhbo paaye ranga dhuli, Ore noyonete noyon diye rakhbo tare, Chole gele jete debo na na na," express the anguish of saying goodbye and the desire to cherish memories. The singer recounts how they would stroll around the fields while gazing at their sweetheart as their feet are covered in a variety of coloured dust. "Jete debo na na na" is repeated several times, which emphasizes the singer's resistance to letting go.

About the Author of the Song

Tomay Hrid Majhare Rakhbo Chere Debo Na Bangla Folk Song was composed by Vaishnav Kirtan and authored by Dwij Bhushan. The song is performed by a wide range of artists, each of them contributes to it in their own unique way: Lopamudra Mitra, Bolepur Bluez, Laxman Das, Gautam Das baul, Akriti Kakar, Sahaj Ma, Aditi Munshi, Kalika Prasad Bhattacharya from Dohar Band, and many others. Anusheh Anadil from Coke Studio Bangla sang this Baul song.

In conclusion, the song conveys the intense love, longing, and agony brought on by separation. It highlights that even in the face of separation and impermanence, real love is eternal and cannot be simply let go of.

These are some various versions and adaptations of his songs on platform like YouTube. These are some links off the songs that have been provided here :