2441139 Bela Bose Lyrics (বেলা বোস ) | Anjan Dutt

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছোএখন আর কেউ আটকাতে পারবে নাসম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারোমা-কে বলে দাও বিয়ে তুমি করছো না (x2) চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যিআর মাত্র কয়েকটা মাস ব্যাসস্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে,তিন মাস পরে কনফার্মচুপ করে কেন বেলা কিছু বলছো না

2441139 Bela Bose Lyrics (বেলা বোস ) | Anjan Dutt

2441139 Bela Bose Lyrics

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবে না
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো
মা-কে বলে দাও বিয়ে তুমি করছো না (x2)

চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে,
তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছো না

এটা কি 2441139
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতোদিন ধরে এতো অপেক্ষা
রাস্তার কতো সস্তা হোটেলে
বদ্ধ ক্যাবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা। (x2)

আর কিছু দিন তারপর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা
মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার।

এটা কি 2441139
বেলা বোস তুমি পারছো কি শুনতে
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো ?
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি ? (x2)

এটা কি 2441139
বেলা বোস তুমি পারছো কি শুনতে ?
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।

হ্যালো 2441139, 2441139
ধুর ছাই হ্যালো 2441139..

Meaning of the Song 2441139 Bela Bose

The song starts with the lines "Chakrita ami peye gechi bela suncho, akhon ar keu atkate parbe na," which roughly translates to "I have passed through the fields and heard the bellows, now no one can stop me." The lyrics evoke a sense of freedom and determination, inspiring listeners to pursue their dreams with unwavering commitment and zeal.

The song's central theme revolves around the idea of liberation and the quest for self-discovery. It talks about breaking free from the shackles of societal norms and expectations and embarking on a journey of self-exploration and personal growth. The lines "Jibon shesh hote na hote shei gaan gai, ki kotha tahar oi shur," which mean "Whether or not life ends, I will sing that song, the melody of which is eternal," beautifully capture the essence of the song's message.

Salil Chowdhury's music perfectly complements the lyrics, with its intricate melodies and harmonious interplay of various instruments. The use of the harmonium, flute, and tabla, among other instruments, creates a soothing and enchanting ambiance that transports the listener to a world of pure bliss and serenity.

The song has been performed by numerous artists over the years, each bringing their unique touch to the rendition. However, the most iconic version of the song is undoubtedly the one performed by the legendary singer Hemanta Mukherjee. His soulful and emotive voice perfectly captures the essence of the song's message, evoking a deep sense of emotion and nostalgia in the listener.

In conclusion, Chakrita Ami Peye Gechi Bela Suncho is a timeless classic that continues to inspire and resonate with listeners of all ages. Its message of liberation, self-discovery, and perseverance has stood the test of time and continues to be relevant even today. The song is a testament to the power of music to touch our hearts and souls, and its popularity is a testament to its enduring appeal.

About the Song 2441139 Bela Bose

Chakrita Ami Peye Gechi Bela Suncho, also known as "O Bondhu Lal Golapi" is a popular Bengali song that has captivated the hearts of millions of listeners for decades. Written by the renowned Bengali lyricist Gouri Prasanna Mazumder and composed by the legendary musician Salil Chowdhury, this song is a beautiful blend of poetic lyrics, melodious tune, and soulful rendition.