Ke Tui Bol(কে তুই বল) Lyrics | Arijit Singh | Herogiri |

মন আমার তোর কিনারেহারালো দিন-সে তো আর মানছে নারেএবার ভালবাসতে আয় (x2) তোর ছায়ার সঙ্গী হবোদুহাতে প্রেম কুড়োবোআমাকে চুপটি করেমনের কথা বলতে আয়।

Ke Tui Bol(কে তুই বল) Lyrics | Arijit Singh | Herogiri |

Ke Tui Bol Lyrics

মন আমার তোর কিনারে
হারালো দিন-
সে তো আর মানছে নারে
এবার ভালবাসতে আয় (x2)

তোর ছায়ার সঙ্গী হবো
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়।

আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।

কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?

উড়তে চাওয়ার ইচ্ছে হতেই
এলাম কাছে তোর
পুড়তে বসে তুই তাকালে
মনেরই শহর।

একটু দূরেই ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কত
রঙিন বাহানায়।

যদি মনে ধরে, আমায় সঙ্গে করে
মেঘের মুলুকে চল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।

কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?

তোর আঁচলের গন্ধে আছে
চিনতে পারার সুখ
টানলে কাছে লজ্জা তে তোর্
নেমেছে চিবুক।

কল্পনাদের আস্কারা দি
ইচ্ছে গাছে জল
অল্প আলোর অল্প ছায়ার
গল্প আমায় বল।

আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।

কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?

মন আমার তোর কিনারে
হারালো দিন-দাহারে
সে তো আর মানছে নারে
এবার ভালবাসতে আয়

তোর ছায়ার সঙ্গী হবো
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়।

আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে, আমার কপালে জোটে
দারুন খুশির দল।

কে তুই বল, কে তুই বল ?
কে তুই বল, কে তুই বল ?

Singer: Arijit Singh
Lyrics: Prasen
Music: Jeet Gannguli
Director: Ravi Kinagi
Screenplay & Dialogues: N K Salil
Cast: Dev, Koel Mallick, Mithun Chakraborty & Sayantika Banerjee
Editor: Md. Kalam DOP: Kumud Verma
Choreographer: Baba Yadav
Executive Producer: Sandeep Sathi
Presenter: Nispal Singh
Produced by: Surinder Films Pvt. Ltd. ( Surinder Films)

About the Song Ke Tui Bol

Ke Tui Bol is a Bengali song that was featured in the 2015 movie "Herogiri". The lyrics suggest a conversation between two people who are in love but unable to express their feelings for each other. The song is about unrequited love and the desperation of wanting to hear those three little words from someone special. The lyrics revolve around a man who is asking their lover if they can express their love or not, and the song conveys the excitement and nervousness one feels when confessing their love to someone. The chorus repeats the sentiment that the person they love is still avoiding them, but the speaker will keep trying to win their love.

Background and History of The Song

Ke Tui Bol is a bengali song sung and lyrics by Arijit Singh from the Bengali Movie Herogiri.The Audio of Ke Tui Bol was Released on 21 June 2018  by Surinder Films. It has become popular among music enthusiasts since its release.

Meaning of the Song Ke Tui Bol

The real meaning of the song is that the speaker is in love with the other person, but is confused and confused. The song encourages more romantic imaginatinos about being together and the possibility of a Possibilite coming in real life.

A memorable line in the song"olpo aalo olpo chayar golpo amai bol" means she seems to be in love with me, sometimes she acts like a lover but sometimes like a stranger, and I am very confused, so please enlighten me what's going in your heart

The Musical Elements of the Song

Ke Tui Bol is a timeless classic with a simple melody and gentle rhythm that create a peaceful ambiance and evoke the emotions of longing and desire. The song was sung by Arijit Singh, who is an Indian vocalist, musician, and composer known for providing vocals for Bollywood celebrities and rich melodies for Indian cinema. There are various instrumentation used in the song which include  Piano, Guitar, Drums, Bass Guitar, Flute, Violins, Tabla, Dholak and also Electric Sitar. These instruments create a fusion of western and Indian classical music resulting in a soulful melody that perfectly complements the romantic lyrics of the song.

The Cultural Impact of the Song  

Ke tui bol song has been featured in the movie "Herogiri".It has been covered by many artists including mizanur rahman."Ke Tui Bol" from the Bengali film "Herogiri" was a commercial success and popular among fans of Bengali music due to its catchy tune, youthful vibe, and relatable lyrics.