O Amar Desher Mati Lyrics (ও আমার দেশের মাটি) | Independence Day Bengali Song

O Amar Desher Mati Lyrics (ও আমার দেশের মাটি) |  Independence Day Bengali Song

O Amar Desher Mati Lyrics

ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা

তুমি মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন
কোমল মূর্তি মর্মে গাঁথা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

ওগো মা, তোমার কোলে জনম আমার,
মরণ তোমার বুকে।
ও মা, তোমার কোলে জনম আমার,
মরণ তোমার বুকে।
তোমার পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলেতুমি শীতল জলে জুড়াইলে,
অন্ন মুখে তুলে দিলেতুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা,
সকল-বহা মাতার মাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
ও মা, অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
তবু জানি নে যে কী বা তোমায় দিয়েছি মা।
আমার জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
জনম গেল বৃথা কাজে

আমি কাটানু দিন ঘরের মাঝে,
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।

About the Song O Amar Desher Mati

"O Amar Desher Mati" is a Bengali nationalistic song written by Rabindranath Tagore in 1905. It was written in opposition to  the Partition of Bengal. The notation of this song was provided by Indira Debi Chowdhurani. This song was incorporated in the book named "Shawdesh". Dadra Taal and Pilu-Baul Raga were used in its composition.

The Bengali fighters in Bangladesh's Liberation War were motivated by the song. Krishnagopal Chowdhury, a rebel from Bengal, performed this song as he was being executed in 1934 by the British Raj after being found guilty of sedition. The song was included in the Bengali movie Ora Egaro Jon by Chashi Nazrul Islam.

The song is a tribute to the land of Bangladesh, its people, and their love for their country. It expresses the deep connection between the people and the land, and the reverence they hold for it. The lyrics speak of the immense burden that the soil bears, and the sacrifices made by those who work the land. The song also calls for compassion and kindness towards the people and the land, as they are both integral to the country's identity and future.

Meaning of the Song O Amar Desher Mati

The opening lines of the song, "O Amar Desher Mati, Tomar Porichoy/ Jalale Shukhera, Pushpa Oliyai", which translates to "Oh, my country's soil, your identity/With the flames of joy, with a garland of flowers," set the tone for the rest of the song. The song goes on to describe the various regions of Bangladesh, from the lush green fields to the majestic hills, and the people who inhabit them.

The chorus of the song, "Tomar Akash, Tomar Batash, Amar Prane Bajay Bash/ O Amar Desher Mati, Tui Eto Bhalo Na", which means "Your sky, your air, reside in my soul/Oh, my country's soil, you are so beloved," is perhaps the most well-known part of the song. It captures the deep love and affection that every Bengali has for their motherland.

The song tells the story of how the motherland served as a nurturing force for her people, and it laments the sad fact that they did not return the favour. The song speaks about the love and devotion that the people of Bangladesh have for their country, and their deep connection to the land they call home.

These are some various versions and adaptations of his songs on platform like YouTube. These are some links off the songs that have been provided here :