Shorboto Mongolo Radhe Lyrics | যুবতী রাধে

Shorboto Mongolo Radhe Lyrics | যুবতী রাধে

Sorboto Mongolo Radhe Lyrics

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই
বৃন্দাবনের বংশীধারী ঠাকুরও কানাই,
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়
পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়,
জল ভর, জল ভর রাধে ও গয়ালের ঝি
কলস আমার পূর্ণ কর রাধে বিনোদী।

কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে চাদের দেখা পায়,
কালো কালো করিসনা লো ও গোয়ালের ঝি
আমায় বিধাতা করেছে কালো আমি করবো কি?
এক কালো যমুনার জল সর্ব প্রানি খায়
আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায়।

এই কথা শুনিয়া কানাই বাঁশী হাতে নিল
সর্প হয়ে কালো বাঁশী রাধেকে দংশিল,
ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল
মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল।
মরবেনা মরবেনা রাধে মন্ত্র ভাল জানি
দুই একখানা ঝাড়া দিয়ে বিষ করিব পানি,
এমন অঙ্গেরও বিষ যে ঝাড়িতে পারে
সোনার এই যৌবন খানি দান করিব তারে।
এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিল
ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল।

গৃহ বাসে যেয়ে রাধে আড়ে বিছায় চুল
কদম ডালে থাইক্কা কানাই ফিক্কা মারে ফুল,
বিয়া নাকি কর কানাই, বিয়া নাকি কর
পরের রমনি দেখে জ্বালায় জ্বলে মর।
বিয়া তো করিব রাধে বিয়া তো করিব
তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাবো,
আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেঁধে যমুনাতে যাও,
কোথায় পাবো হাড়ি কলসি কোথায় পাব দড়ি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি..

Meaning of Sorboto Mongolo Radhe Lyrics

Sorboto mongolo radhe lyrics is a devotional song which is sung in Bengali language that praises the Hindu god Krishna and his consort Radha. Sorboto mongolo radhe lyrics mention their divine qualities and the singer's utter devotion towards them. "Juboti Radhe" celebrates Radha's beauty and grace, and it is often sung in a playful and joyous manner. Radha is considered to be the embodiment of devotion and love in Hindu Mythology. Sorboto mongolo radhe lyrics of the song are filled with metaphors and imagery that depict Radha's beauty and charm. The song also references various aspects of their mythology, culture and the natural environment in which they are often depicted in Hindu traditions.

Juboti Radhe" is a beautiful and uplifting song that is often sung during traditional and folk Pooja and Festivals which celebrates the divine love between Radha and Krishna and represents the power of love and devotion to transform our lives. The Lyrics of the song roughly translate Radhe Krishna as "the sweetest name on earth".

At a literal level, the song "Sorboto Mongoleo Radhe" means "Radha, who brings happiness to everyone." The song describes Radha as the embodiment of love, compassion, and beauty, who brings joy and happiness to everyone who comes in contact with her. At a deeper level, the song "Juboti Radhe" represents the love and devotion that devotees have for Radha and Lord Krishna. The song celebrates the divine love between Radha and Krishna, which is seen as the ultimate expression of love and devotion.

The song also represents the idea of surrendering oneself to a higher power and letting go of one's ego and desires. The devotion and love that Radha represents are seen as a way of transcending the material world and achieving spiritual enlightenment. The song "Juboti Radhe" also highlights the important role of women in Hindu mythology and culture. Radha, the central figure in the song, is seen as a symbol of feminine grace, beauty, and devotion. Her devotion to Lord Krishna is seen as a model for all devotees, both men, and women, to follow.

About the Song Sorboto mongolo radhe lyrics

Juboti Radhe" is an important part of Hindu culture because it celebrates the divine love between Radha and Krishna, highlights the important role of women in Hindu mythology and culture, and represents the diverse and vibrant cultural traditions that exist within Hinduism.


Sorboto mongolo radhe lyrics

Overall, the song is a devotional tribute to Radha, a beloved figure in Hindu mythology who is known for her love and devotion to Lord Krishna. The song praises Radha's beauty, grace, and divine love, and celebrates her as a symbol of joy and happiness.